অ্যান্ড্রয়েড মোবাইল কে বানিয়ে ফেলুন কম্পিউটার মাউস : বর্তমানে আপনার ব্যবহৃত কম্পিউটারের মাউস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়।
আবার ল্যাপটপ ব্যবহার করার সময়, ল্যাপটপের টাচ প্যাড কাজ না করে। সেক্ষেত্রে, আপনাকে আলাদা করে নতুন একটি মাউস কেনার প্রয়োজন হবে না।
কারণ আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। তাহলে সেটিকে কম্পিউটার মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন।

আমাদের আজকের এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। আমি আশা করব, এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার মাউস বানানোর উপায়টি জানতে, আমাদের লেখা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।
আপনি যদি এন্ড্রয়েড মোবাইল গুলোকে মাউস হিসেবে ব্যবহার করেন। তাহলে কোন প্রকার অসুবিধা হবে না। যদিও এন্ড্রয়েড মোবাইল গুলো কম্পিউটারের সাথে সব সময়ের জন্য কানেক্ট করে রাখা সম্ভব নয়।
তো আপনি যদি কোন প্রয়োজনীয় কাজ করছেন। তখন হঠাৎ করে যদি কম্পিউটার বা ল্যাপটপ নষ্ট হয়ে যায়। তখন হয়তো আপনি দ্রুত দোকানে গিয়ে নতুন একটি মাউস কিনে আনতে পারবেন না।
আর কিনতে গেলেও অনেক সময় অপচয় হয়ে যাবে। তাই নিজের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে, এন্ড্রয়েড মোবাইলকে একটি ওয়ারলেস মাউস হিসেবে ব্যবহার করা শুরু করতে পারবেন।
আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাও যদি নষ্ট না হয়। তারপরও আপনি নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করে, নিজের কম্পিউটার এবং ল্যাপটপের জন্য, কম্পিউটার ব্যবহার করার জন্য রিজার্ভ একটি ওয়ারলেস মাউস কানেক্ট করে রেখে দিতে পারবেন।
এন্ড্রয়েড মোবাইলকে বানিয়ে ফেলুন কম্পিউটার মাউস
আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ এর মাউস নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে, এদিক সেদিক না করে, সরাসরি নিজের ব্যবহার করা এন্ড্রয়েড মোবাইলকে মাউসে পরিণত করে, ব্যবহার করতে পারবেন।
আমি আপনাকে কিছু পদক্ষেপ জানিয়ে দেবো। যে পদক্ষেপগুলো অনুসরণ করতে পারলে, নিজের মোবাইলকে একটি ওয়ারলেস মাউসে রূপান্তরিত করতে পারবেন।
তো এই কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে, এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার মাছ বানানোর জন্য কি প্রয়োজন। যেমন-
- একটি এন্ড্রয়েড মোবাইল ফোন।
- রিমোট মাউস ডেস্কটপ সফটওয়্যার।
- রিমোট মাউস অ্যান্ড্রয়েড অ্যাপ।
- ইন্টারনেট সংযোগ।
তো চলুন এ বিষয় গুলো সম্পর্কে, আরো বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক। তাহলেই একটি অ্যান্ড্রয়েড মোবাইলকে বানিয়ে ফেলতে পারবেন, কম্পিউটার মাউস।
Remotemouse.net ওয়েবসাইট ভিসিট করুন
আপনি যে কম্পিউটারে বা ল্যাপটপে, এন্ড্রয়েড মোবাইলকে মাউসের রূপান্তরিত করবেন। তার জন্য আপনাকে remotemouse.net এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পরে, আপনাকে দুইটি অপশন দেয়া হবে। যেমন-
- Watch video
- Get Now
01. Watch video : আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে, একটি এন্ড্রয়েড মোবাইলকে কিভাবে কম্পিউটার মাউস তৈরি করতে হয় সে বিষয়ে জেনে নিতে পারবেন।
02. Get Now : এই গেট নাও অপশন এ ক্লিক করে, আপনারা এপ্লিকেশনে সরাসরি নিজের কম্পিউটার এবং মোবাইলের জন্য ডাউনলোড করতে হবে।
এক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব, সর্বপ্রথম কম্পিউটার থেকে Get Now অপশনে ক্লিক করে এপ্লিকেশনটি কম্পিউটার ও মোবাইল ভার্সনে কিভাবে ডাউনলোড করতে হয়। এবং ইনস্টল করতে হয়।
তারপর, প্রথমে আপনি যে মোবাইলকে মাউস হিসেবে কম্পিউটারে ব্যবহার করতে চান? সেই মোবাইলের জন্য এবং কম্পিউটারের জন্য একটি অ্যাপ/ সফটওয়্যার ডাউনলোড করে নিবেন।
একই ওয়াইফাই এর সংযুক্ত করুন
মোবাইল এবং কম্পিউটারের জন্য সফটওয়্যার ডাউনলোড করা হয়ে গেলে, ইন্সটল করে নিবেন। তারপর আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে।
আপনার মোবাইল ও কম্পিউটার একই ওয়াই ফাই কানেকশন এর সাথে সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে আপনারা চাইলে, বিভিন্ন ইন্টারনেট ডাটা ব্যবহার করতে পারেন। যা একই আইপিতে থাকতে হবে।
এপ্লিকেশন চালু করুন
ওয়াইফাই কানেকশন/ ইন্টারনেট সংযোগ সংযুক্ত করার পর, সরাসরি নিজের মোবাইল থেকে রিমোট মাউস এপ্লিকেশনটি চালু করতে হবে।
অ্যাপ্লিকেশনটি চালু হয়ে গেলে, আপনাকে আপনার কম্পিউটারের নাম সেই অ্যাপের মধ্যে, দেখানো হবে। আপনার কম্পিউটারের নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে, আপনার মোবাইলটি ওয়্যারলেস মাউসে রূপান্তরিত হয়ে যাবে।
এখন মোবাইল ওয়্যারলেস মাউস ব্যবহার করুন
আপনার মোবাইলের স্ক্রিনে সবুজ কালার দেখানো হবে। এবং আপনার মোবাইলের স্ক্রিন টি ল্যাপটপের টাচ প্যাডের মতো একই ভাবে ব্যবহার করতে পারবেন।
মাউসের কার্সর চালানোর জন্য অপশন দেওয়া থাকবে কিন্তু এর সঙ্গে, Left ও Right এর সঙ্গে Middle ক্লিক অপশনও পেয়ে যাবেন। যা দিয়ে আপনারা পুরোপুরি কম্পিউটার টি মোবাইল মাউস দ্বারা নিয়ন্ত্রিত করতে পারবেন।
শেষ কথাঃ
আপনারা যারা নিজের বাসায় বা অফিসে কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করেন। আপনার ডিভাইসটি ব্যবহার করার সময় হঠাৎ করে যদি মাউস সমস্যা দেখা দেয়।
তখন আপনাকে ছোটাছুটি করে, মাউস কেনার জন্য দোকানে যেতে হবে না। আপনার চাইলে, আপনার ব্যবহার করা এন্ড্রয়েড মোবাইলটিকে বানিয়ে ফেলতে পারবেন computer মাউস।
কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার মাউস বানাতে হয়। সে বিষয়ে আমরা উক্ত আলোচনায় বিস্তারিত ভাবে জানিয়ে দিয়েছি।
সে নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে, আপনাকে আলাদা করে কম্পিউটার এবং ল্যাপটপের জন্য মাউস কিনতে হবে না।
তো এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ।