অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

বর্তমানে সারা বিশ্বের মানুষ জন্ম নিবন্ধন সম্পর্কে জানে। প্রতিটি মানুষের জন্মের পরে জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত করে দেওয়া হয়। আর বর্তমান সময়ে জন্ম নিবন্ধন সনদ গুলো ডিজিটাল প্রক্রিয়ার প্রদান করা হয়।

যে সময় পর্যন্ত একজন ব্যক্তি ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্র না পান ততটা সময় পর্যন্ত উক্ত জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের বিকল্প হিসেবে ব্যবহার করে করার সুযোগ পায়।

এটি সময়ে জন্ম নিবন্ধন তৈরি করার জন্য একজন লোকের অনেক সমস্যার সম্মুখিন হয়ে হয়েছে। তবে বর্তমান সময়ে আর কোন সমস্যার না পরে, সহজ প্রক্রিয়ায় নিজের ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করা যায়।

তাই আজ আমাদের এই পোস্টে আপনাকে জানাব অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম সম্পর্কে। আপনি যদি আমাদের দেওয়া তথ্য অনুসরণ করেন তাহলে দ্রুত আপনি অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম জেনে নিতে পারবেন।

তো চলুন উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

আপনি যদি অনলাইনে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে চান। তাহলে আমাদের দেওয়া কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক।

পদক্ষেপ- ১

জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে bdris.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

পদক্ষেপ- ২

তারপরে আপনার সামনে জন্ম নিবন্ধন এর একটি ওয়েব পেজ চলে আসবে।

আরো দেখুনঃ

পদক্ষেপ- ৩

তারপরে আপনার সামনে “জন্ম নিবন্ধনের জন্য আবেদন” নামে একটি অপশন দেওয়া হবে। তারপরে, আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান? সেটি উল্লেখ করতে হবে। নিচের নিয়ম অনুযায়ী। যেমন-

  • জন্মস্থান
  • স্থায়ী ঠিকানা
  • বর্তমান ঠিকানা
  • আপনি যদি বাংলাদেশে দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তাহলে এটি নির্বাচন করুন।

আপনি উক্ত চারটি অপশনের মধ্যে যে কোন একটি নির্বাচন করে নিচে দেওয়া ছবির মতো পরবর্তী বাটনে ক্লিক করবেন।

পদক্ষেপ- ৪

উক্ত যে কোন একটি নিবন্ধন ঠিকানায় জন্ম নিবন্ধন সিলেক্ট করার পরে, আপনাকে একটি পেজ দেওয়া হবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য গুলো টাইপ করতে হবে। এক্ষেত্রে অপশন গুলোর পাশে লাল চিহ্ন (*) দেওয়া আছে সেগুলো সঠিক ভাবে পূরণ করতে হবে যেমন-

পদক্ষেপ- ৫

নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি

  • নামের প্রথম অংশ (বাংলায়)
  • নামের শেষ অংশ (বাংলায়)
  • নামের প্রথম অংশ (ইংরেজিতে)
  • নামের শেষ অংশ (ইংরেজিতে)
  • জন্ম তারিখ (খ্রিঃ)
  • পিতামাতার কততম সন্তান (সিলেক্ট করতে হবে)।

পদক্ষেপ- ৬

লিঙ্গ

লিঙ্গ এর জায়গায় (পুরুষ/মহিলা/তৃতীয় লিঙ্গ) উল্লখ করতে হবে।

পদক্ষেপ- ৭

জন্মস্থানের ঠিকানা

  • দেশ (আপনি যে দেশে বসবাস করেন সেটি উল্লেখ করতে হবে যেমন- বাংলাদেশ)
  • বিভাগ (আপনি বাংলাদেশের যে বিভাবে বসবাস করেন সেটি উল্লেখ করতে হবে যেমন- ঢাকা)
  • ডাকঘর (বাংলায়) – ( আপনার এলাকায় যে, ডাকঘর আছে সিটি উল্লেখ করতে হবে)
  • ডাকঘর (ইংরেজিতে) – ( আপনার এলাকায় যে, ডাকঘর আছে সিটি উল্লেখ করতে হবে)
  • গ্রাম/পাড়া/মহল্ল (বাংলা + ইংরেজিতে) – (আপনার গ্রামের নাম সঠিক ভাবে টাইপ করতে হবে)
  • বাসা ও সড়ক (নাম ও নম্বর) বাংলা ও ইংরেজিতে লিখতে হবে – (প্রথমে বাসার নাম, দিয়ে সড়ক নম্বর লিখতে হবে)

উক্ত সকল তথ্য সঠিক ভাবে পূরণ করার পরে আপনাকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। নিচের ছবিটি দেখুন।

পদক্ষেপ- ৮

উক্ত তথ্য পূরন হলে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। এবং পরবর্তীতে ক্লিক করার জন্য আপনাকে আরো একটি পেজ দেওয়া হবে। সেখানে দেখতে পারবেন।

পিতার তথ্য 

  • আপনাকে প্রথমে পিতার জন্ম নিবন্ধন নম্বর টাইপ করতে হবে। (যদি থাকে)
  • পিতার নাম বাংলায় লিখতে হবে
  • পিতার নাম ইংরেজিতে লিখতে হবে।
  • পিতার জাতীয় পরিচয় পত্র নম্বর লিখতে হবে।
  • পিতার জাতীয়তা সিলেক্ট করতে হবে যেমন- বাংলাদেশ।

মাতার তথ্যঃ

  • আপনাকে দ্বিতীয়ত মাতার জন্ম নিবন্ধন নম্বর টাইপ করতে হবে। (যদি থাকে)
  • মাতার নাম বাংলায় লিখতে হবে
  • মাতার নাম ইংরেজিতে লিখতে হবে।
  • মাতার জাতীয় পরিচয় পত্র নম্বর লিখতে হবে।
  • মাতার জাতীয়তা সিলেক্ট করতে হবে যেমন- বাংলাদেশ।

উক্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন করার পরে, আপনাকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবিটি দেখুন।

পদক্ষেপ- ৯

তারপরে, আপনাকে আরো একটি পেজ দেওয়া হবে। সেখানে বলা হবে, আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান।

আপনি যে কোন একটি বেছে নিবেন। যা হতে পারে,

  • স্থায়ী ঠিকানা।
  • বর্তমান ঠিকানা।

তারপরে মনে করুন আপনি স্থায়ী ঠিকানা দিলেন। এখন আপনাকে নিচে একটি ফরম দেওয়া হবে। সেখানে আপনার দেশ, বিভাগ, ডাকঘর (বাংলা + ইংরেজি), গ্রাম/ পড়া/ মহল্ল (বাংলা + ইংরেজিতে) বাসা ও সড়ক (নাম, নম্বর)- (বাংলা + ইংরেজিতে)। তারপরে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। নিচের ছবিটি দেখুন।

পদক্ষেপ- ১০

তারপরে, আপনাকে আরো একটি পেজ দেওয়া হবে, সেখানে আবেদন কারীর প্রত্যয়ন দিতে হবে যেমন- (নিবন্ধনাধীন ব্যক্তি ১৮ বছর এর নিচে হলে তার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাব। বিধি-৯ মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়পূর্বক স্বাক্ষর/টিপসহি প্রদান করিবেন।

আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্কঃ নিজ, অন্যান্য যে কোন একটি ক্লিক কবেন।

তারপরে, আবেদনকারীর নাম (টাইপ করতে হবে)।

তারপরে মোবাইল নম্বর টাইপ করতে হবে।

তারপরে নিচের অংশে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে, যেমন- ১ মাস থেকে ৫ বছর পর্যন্ত টিকার কার্ড আর ৬ বছর থেকে ১৮ বছর পর্যন্ত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার সনদ সংযোজন করতে হবে। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। নিচেন ছবিটি দেখুন।

পদক্ষেপ- ১১

তারপরে, আপনি সঠিক তথ্য প্রদান করার পরে, পুনরায় পূর্ববর্তী অপশেন ক্লিক করে সঠিকতা যাচাই করে নিবেন যে, আপনার দেওয়া তথ্য গুলো সব সঠিক হয়েছি কিনা। যদি কোন ভুল হয় তাহলে সংশোধন করে আবার পরবর্তী অপশেন ক্লিক করে করে, সর্বশেষ আপনি দেখতে পারবেন সাবমিট নামে একটি বাটন সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার অনলাইন জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন হবে।

অতঃপর আপনি ইউনিয়ন পরিষদ/ সিটিকর্পোরেশনের অফিসে আপনার জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করে, প্রিন্ট কপি নিয়ে যোগাযোগ করবেন। তারপরে আপনাকে সাথে সাথে একটি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ দেওয়া হবে।

জন্ম নিবন্ধন সনদ হাতে পাওয়ার পরে, আপনাকে অবশ্যই সেখানে ইউনিয়ন পরিষদ চ্যায়ারম্যান ও সচিব এর স্বাক্ষর নিতে হবে। তাহলে পুরোপুরি ভাবে আপনার জন্ম নিবন্ধন সনদ বৈধ্য হবে।

আরো পড়ুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, আজ আমাদের এই পোস্টের মাধ্যমে জানতে ও শিখতে পারলেন অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম সম্পর্কে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। তাহলে আপনার একান্ত প্রয়োজনীয় সদন হিসেবে জন্ম নিবন্ধন বিবেচিত হবে।

তাই আপনি যদি আপনার নিজের বা পরিবারের সদস্যদের জন্ম নিবন্ধন না করে থাকেন। তাহলে আপনার হাতে থাকা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আজই জন্ম নিবন্ধন আবেদন করে ফেলুন আর ডিজিটাল সনদ গ্রহণ করুন।

ট্যাগঃ অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম

আমাদের দেওয়া আর্টিকেল আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পোস্টের বিষয়ে আপনার পরিচিতদের জানাতে একটি শেয়ার করবেন। আমাদের সাইট থেকে এরকম নতুন নতুন কিছু বিষয় শিখতে চাইলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top